চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

 


নিজস্ব  প্রতিনিধি ॥

মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে স্থানীয় নেতারা, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী।

এরপরে চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলার নেতারা এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি দপ্তরের মধ্যে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, পিবিআই চাঁদপুর জেলা, জেলা কারাগার, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা স্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর, চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সরকারি অন্যান্য দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন।

‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে জেলা সদর ও উপজেলা পর্যায়ে রয়েছে দিনব্যাপী সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি। সূর্যোদয়ের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী পৃথক কর্মসূচি পালন করে।

Loading

শেয়ার করুন: