চাঁদপুরে ভূমিসেবা সপ্তাহে বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতাকাটা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এতে সেবা গ্রহীতাদের জানানো হয়, ভূমিসেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ করা হবে। তাই জনসাধারণকে স্বতস্ফুর্তভাবে সেবা গ্রহণের জন্য আহবান জানান জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এ ছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

Loading

শেয়ার করুন: