চাঁদপুরে শত কোটি টাকা ব্যয়ে সহসায় নির্মিত হবে  নৌ টার্মিনাল 

নিজস্ব প্রতিনিধি ॥
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, বাংলাদেশে এখন সদরঘাটের পরে যাত্রী সংখ্যা বিবেচনা করে চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন যাবত এ বন্দরের কোন উন্নয়ন হয়নি, বর্তমান সরকার এ বন্দরকে উন্নয়ন করতে যথেষ্ট উৎসাহী। চাঁদপুরে ১ শ”কোটি টাকা ব্যয়ে ৩শ ফুট দৈর্ঘ্য একটি টার্মিনাল নির্মাণ করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের উদ্যোগে একটি অত্যাধুনিক টার্মিনাল নির্মান করা হবে। আশাকরি অতি শীঘ্রই আমরা কাজ শুরু করবো।
শুক্রবার দুপুরে চাঁদপুরের মাদ্রাসা রোডস্থ ওয়ার্ল্ড ব্যাংক  কর্তৃক প্রস্তাবিত টার্মিনাল ভবনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদসহ চাঁদপুর নৌবন্দরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: