চাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকতে দোয়া মাহফিল

 


নিজস্ব প্রতিবেদক ॥

জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০মে) বাদ আছর শহরের চিশতীয়া জামে মসজিদে এই দোয়া মাহফিরের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ বাকি। সভাপতিত্ব করেন জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন।

মোনাজাত পরিচালনা করেন চিশতীয়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।

জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোরশেদ সেলিম ও অধ্যাপক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, প্রচার ও প্রকাশক অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম ও সদস্য অধ্যাপক আফজাল হোসেনসহ ধর্মপ্রাণ মুসল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: