চাঁদপুরে শিক্ষার্থীদের  স্কুল ব্যাগ বিতরণ

 

 

চাঁদপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২ আগষ্ট) দুপুর ১২টায় স্কুলের ৫০জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আবিদা সুলতানার সভাপতিত্বে আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা আলম, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পারুল বেগম।

এ সময় আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, কানিজ ফাতেমা, সামিনা ইয়াসমিন, মোসাম্মৎ শায়লা সুলতানা, রনজিত কুমার চক্রবর্তী, ইয়াসমিন সুলতানা, শিরিন সুলতানা, লায়লা বিলকিস বানু, রোজিনা হাবিব, মোঃ সোহরাব হোসেন, জাহানারা রেশমা, আফরোজা সুলতানা, মরিয়ম আক্তার, নুরুন নাহার উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, একজন ছাত্র ছাত্রী শিক্ষার মাধ্যমে জীবনকে নতুন রূপে তৈরি করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এজন্য শিক্ষার মান বাড়াতে ঝরেপড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

Loading

শেয়ার করুন: