চাঁদপুরে  সমমনা  আইনজীবী ঐক্য প্যানেলের ঈদ পূর্ণমিলনী   

আদালত প্রতিবেদক  :

 

চাঁদপুর জেলা সমমনা  আইনজীবী ( বিএনপি   সমর্থিত )   ঐক্য প্যানেলের ঈদ পূর্ণমিলনী  সভা অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার ( ২৫ জুলাই )  দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দোতলায় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ মজিবুল হক মৃধা।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ঈদ পূর্ণমিলনী  অনুষ্ঠানের সদস্য সচিব অ্যাডঃ  এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ  এ.টি.এম মোস্তফা কামাল ,  সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি অ্যাড: ইকবাল বিন বাশার, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জাহাঙ্গীর আলম,  অ্যাড:  সলিম উল্লাহ সেলিম,  অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, অ্যাড:  মোহাম্মদ বাবর বেপারী অ্যাড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন,  অ্যাডঃ  কোহিনুর রশিদ,  অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল,  অ্যাড: মো: শাহজাহান মিয়া , অ্যাডঃ  এমরান হোসেন , অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমমনা  আইনজীবী ঐক্য প্যানেলের সদস্যসহ নবীন-প্রবীণ সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  প্যানেলের সদস্য  অ্যাডঃ আলম খান মঞ্জু,  অ্যাডঃ  তৌহিদুল ইসলাম তরুণ,  অ্যাডঃ সাইফুল মোল্লা অ্যাডঃ কামাল হোসেন,  অ্যাডঃ শিরিন আক্তার সুপ্তা,  অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম,  অ্যাডঃ  মুজাহিদুল ইসলাম সাদ্দাম সহ অন্যান্যরা।

Loading

শেয়ার করুন: