চাঁদপুরে স্টেকহোল্ডারদের সাথে কুমিল্লা কর অঞ্চলের কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ॥

স্টেকহোল্ডারদের সাথে আয়কর আইন- ২০২৩ অনুযায়ী উৎস কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।   ৩ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর রোটারী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুরের সুধীজন, ডাক্তার, সাংবাদিক, পত্রিকার সম্পাদক, প্রকাশক, ব্যবসায়ী, আয়কর উকিল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক মালিক অংশগ্রহণ করেন।

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের কর কমিশনার মো. গোলাম কবির। তিনি করদাতা ও গ্রহিতার মাঝে দুরত্ব দূরসহ সু – সম্পর্ক স্থাপনের জন্যই মতবিনিময় সভায় মিলিত হন ।

ট্যাক্স প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইন আছে। সরকার পূর্বের অনেক আইনের পরিবর্তন করেছেন এবং মানুষ যাতে সহজে করের আওতায় আসতে পারে এবং কর দিতে পারে সেজন্য ২০২৩ আয়কর আইনে কিছু পরিবর্তন করেছেন জাতীয় রাজস্ববোর্ড। তিনি সেইসব বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন । যারা আয়কর দেওয়ার উপযোগী তাদেরকে আয়কর দেওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, কুমিল্লা অঞ্চলে ৬ টি কর অঞ্চল রয়েছে । এর মধ্যে চাঁদপুর একটি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী স্থানভেদে এসকল কর অঞ্চলে এসে আপনাদের রির্টান বা ট্যাক্স প্রদান করতে পারবেন ।

সভার আয়োজন করেন কর সার্কেল ১৮, ১৯ ও ২১ চাঁদপুর কর অঞ্চল। চাঁদপুর কর অঞ্চলের যুগ্ম কমিশনার আঃ সালেক এতে সভাপতিত্ব করেন। সহকারি কর কমিশনার চাঁদপুর সার্কেলের মো. হেফজুল বারী খান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার সৈয়দ কালিমউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার কুমিল্লা মিস শামিনা ইসলাম।

এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপ কর কমিশনার কুমিল্লা কৃপা সিন্ধু দাস, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ- সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর অঞ্চলের কর পরিদর্শক মোঃ কামরুজ্জামান।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, জেলা রেজিস্ট্রার মোঃ মহসিন আলম, ডাক্তর এসএম সহিদুল্লাহ, জেলা বিএমএর সভাপতি ডাঃ মোঃ সৈয়দ নুরুল হুদা,চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ, চাঁদপুর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ জি এম শাহীন, নাভানা হাসপাতালের কর্নধার কিশোর সিংহ রায়, মাজহারুল হক চক্ষু হাসপাতালের সঞ্জয় কুমার অধিকারী, চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল আজম প্রমুখ।

Loading

শেয়ার করুন: