চাঁদপুরে ২১ লাখ ভোটের জন্য লড়বে ৩০ প্রার্থী : প্রস্তুত সাতশ ভোট কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যানার ফেস্টুন ছড়িয়ে গেছে জেলার প্রত্যন্ত অঞ্চল’সহ সদর, উপজেলা ও ইউনিয়নেও। নির্বাচনী মাঠের লড়াইয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতিপক্ষ ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, তৃনমুল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এবং সাথে রয়েছে নিজ দলের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী।

চাঁদপুর জেলার পাঁচটি আসনের সাতশ ভোট কেন্দ্রে মোট ১১টি রাজনৈতিক দলের ৩০ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়বে ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ ভোটের জন্য।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি আসনে মোট নারী ভোটারের সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন। আর পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন। জেলার আট উপজেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন মোট ভোট কেন্দ্র থাকবে ৭’শ।

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে -১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তর) আসনে ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে-১১৮ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিত) আসনে রয়েছে মোট ১৫৩টি ভোট কেন্দ্র।

চাঁদপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র ৬ জন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ জন, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) ২ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ২ জন, এবং চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১ জন। চাঁদপুর- ১ (কচুয়া): এ আসনে ভোটার সংখ্যা ৩,২৫,৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৯,৩৩১ জন, নারী ভোটার ১,৫৬,৪২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

চাঁদপুর- ২ (মতলব দক্ষিন ও মতলব উত্তর) আসনে মোট ভোটার সংখ্যা ৪৬৭২২৮ জন। পুরুষ ভোটার ২,৩৮,৬৩৪ জন এবং নারী ভোটার হচ্ছে ২,২৮,৫৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৮,৯৩২ জন। পুরুষ ভোটার ২,৬৩,৮৯৩ জন । নারী ভোটার ২,৪৫,০৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬৯,১২৯ জন । পুরুষ ভোটার ১,৯২,৭৬৮ জন। নারী ভোটার ১,৭৬,৩৬১ জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৫,৫৬১ জন। পুরুষ ভোটার ২,৪৭,৯৫১ জন, নারী ভোটার ২,৩৭,৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

Loading

শেয়ার করুন: