চাঁদপুরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে বুধবার (২৪ মে) ভোর থেকেই বিকেল পর্যন্ত একটানা বৃষ্টিতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সময়ে চাকুরীজীবি, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ছাড়া তেমন কাউকে রাস্তায় বের হতে দেখা যায় নি।
এছাড়া টানা বৃষ্টিতে পাড়া-মহল্লার ড্রেনগুলো ভর্তি হয়ে জলবদ্ধতার সৃষ্টি হলেও কিছুক্ষণ পর তা স্বাভাবিক হতে দেখা যায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘু চাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং  রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান, চাঁদপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া মোট বৃষ্টিপাত ৭৬ মিঃ মিঃ রেকর্ড করা হয়েছে।

Loading

শেয়ার করুন: