চাঁদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা পরিদর্শন করলেন পৌর মেয়র জুয়েল

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরর আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপি উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা পরিদর্শন করেছেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তিনি মেলায় অংশ নেয়া নারী উদ্যোগতাদের স্টলগুলো পরিদর্শন করেন। এসময় তিনি উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজক চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরর নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পাশাপাশি মেলায় অংশ নেওয়া নারীর উদ্যোক্তাদের খোঁজ-খবর নেন।

পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল নারীর উদ্যোক্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা পক্ষ থেকে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জুয়েল, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনিরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন, জেসমিন আক্তার,  চেম্বার পরিচালক সায়েরা কাকলিসহ অন্যান্যরা।

মেলার আয়োজক চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোগতা রয়েছে। যারা নিজেরা ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। নারী উদ্যোগতাদের উৎপাদিত পণ্য বিক্রি না হলে ঝুঁকির মধ্যে পরে। তাই এসব পণ্য বাজারজাত করা এবং ক্রেতার সাথে মেলবন্ধন তৈরী করার উদ্দেশ্যে নিয়েই আমরা উদ্যমী নারী ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার আয়োজন করেছি।

তিনি বলেন, আমরা ৩ বছর ধরে এ মেলা করছি। মাঝে করোনার কারনে ক’বছর বন্ধ ছিলো। এবারে মেলায় আমরা অনেক সাড়া পেয়েছে। মেলায় অনেক বৈচিত্র আনা হয়েছে। তাই ক্রেতা এবং বিক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। আজকে আমাদের পৌরসভার মেয়র মহোদয় মেলা পরিদর্শন করেছেন। উদ্যমী নারীদের মেলাকে সার্বিকভাবে সহযোগীতা করায় আমি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী, চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌর মেয়র মহোদয়সহ চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ : চাঁদপুরের নারী উদ্যোগতাদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনের লক্ষ্যে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপি উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা তাদের তৈরী রকমারি পণ্যের সমাহার নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন। গত ১৯ জানুয়ারি ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এবার মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। মেলায় স্টল সংখ্যা বৃদ্ধি এবং বৈতিত্র থাকায় প্রত্যাশা অনুযায়ী বিক্রিও বেড়েছে। এতে খুশি নাী উদ্যোক্তারা।

Loading

শেয়ার করুন: