চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার

 

 

মেঘনা বার্তা ডেস্ক ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৮ মার্চ) জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা সাইফুদ্দিন খন্দকার ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক( সিনিয়র জেলা ও দায়রা জজ ) মো: আব্দুল হান্নান , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নুরুল আলম সিদ্দীক , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল হক সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল , চাঁদপুর প্লেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরীর পরিচালনায় এ সময় বিচার বিভাগের বিচারক, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন ।

Loading

শেয়ার করুন: