নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।
আইনশৃঙ্খলা কমিটির সভা সঞ্চালনা করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ডক্টর সৈয়দা বদরুন নাহার চৌধুরী সহ চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন।
আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।