নিজস্ব প্রতিনিধি ॥
সাজাপ্রাপ্ত মামলার আসামী হিসেবে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মাসুদুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। মাসুদুল ইসলাম কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে।
রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতার আসামী মাসুদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানার জিআর মামলায় ঢাকা সিএমএম আদালতের বিচারক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।