চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী আবারও নির্বাচিত হয়েছেন। তিনি মোবাইল প্রতীকে ভোট পেয়েছেন ৭৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া পেয়েছেন ৫২২ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি সোমবার বিকেলে জানান, চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বেসরকারিভাবে আরাবো নির্বাচিত হয়েছেন । আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী এর আগে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও জেলা প্রশাসক ছিলেন।

জানা গেছে, চাঁদপুরে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়েছে।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান জানান, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক হাতি প্রতীকে ভোট ৮৬ পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বারাকাত ঘুড়ি প্রতীক পেয়েছেন ৭০ ভোট। এছাড়াও মোঃ মাহবুব আলম উটপাখি প্রতীকে পেয়েছেন ১৯ ভোট, মোঃ জাকির হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৪ ভোট, মোঃ শাহ আলম খান তালা প্রতীকে পেয়েছেন ১২ ভোট ,মোঃ মকবুল হোসেন মিয়াজী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২ ভোট, মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী অটোরিক্সা প্রতীকে পেয়েছেন শূন্য (০) ভোট,।

২নং ওয়ার্ডে মোঃ খুরশিদ আলম তালা প্রতীকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । আর এস এম কবির টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট ।

৩ নং ওয়ার্ডে আলী আক্কাছ টিউবওয়েল প্রতীকে ১১৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোঃ মশিউর রহমান তালা প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট, মোঃ শাহাবুদ্দিন হোসেন হাতি প্রতীকে পেয়েছেন ৩১ ভোট, মিজানুর রহমান ভূঁইয়া ঘুড়ি প্রতীকে পেয়েছেন ০২ ভোট।

৪ নং ওয়ার্র্ডে মোঃ আল আমিন ফরাজী হাতি প্রতীকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট ,মো: রিয়াদুল আলম তালা প্রতীকে পেয়েছেন ১৩ ভোট, ফরহাদ হোসেন অটো বিক্স প্রতীকে পেয়েছেন ১ ভোট, মোঃ বাদল ফরাজী উটপাখি প্রতীকে পেয়েছেন শূন্য (০) ভোট ।

৫ নং ওয়ার্র্ডে আলাউদ্দিন তালা প্রতীকে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । আর মোহাম্মদ হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট, মিনহাজ উদ্দিন খান হাতি প্রতীকে পেয়েছেন ২৫ ভোট, আব্দুল্লাহ মো:ইসা প্রতীকে পেয়েছেন ২০ ভোট।

৬ নং ওয়ার্র্ডে তৌহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোঃ জোবায়ের হোসেন হাতি প্রতীকে পেয়েছেন ৫২ ভোট, মোঃ সালাউদ্দিন অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট, মোঃ আহসান হাবীব প্রাঞ্জল তালা প্রতীকে পেয়েছেন ৪ ভোট, বিল্লাল হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন শূন্য (০) ভোট, সামছুল হক উটপাখি প্রতীকে পেয়েছেন শূন্য (০) ভোট ।

৭নং ওয়ার্র্ডে মোহাম্মদ বিল্লাল হোসেন টিউবওয়েল প্রতীকে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মোঃ জসিম তালা প্রতীকে পেয়েছেন ৭৭ ভোট, মোঃ আব্দুর রব মিয়া হাতি প্রতীকে পেয়েছেন ১১ ভোট।

এবং ৮ নং ওয়ার্র্ডে সাধারণ সদস্য পদে মোঃ জাকির হোসেন ক্রিকেট ব্যাট প্রতীকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , মাহবুব আলম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫০ ভোট, মোহাম্মদ বিল্লাল হোসেন অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট , মোঃ ইব্রাহীম খলিল তালা প্রতীকে পেয়েছেন ১ ভোট,মোঃ মনির হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন শূন্য (০) ভোট।
সংরক্ষিত আসনে (মহিলা সদস্য ) ১নং ওয়ার্র্ডে আয়েশা রহমান দোয়াত কলম প্রতীকে ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে । তার নিকটতম জোবেদা মজুমদার খুশি ফুটবল প্রতীকে পেয়েছেন ২২৮ ভোট।

২নং ওয়ার্র্ডে তাছলিমা আক্তার ফুটবল প্রতীকে ২০৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। , নাজমা আক্তার আসমা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২৭ ভোট, রওনক আরা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট, শামছুন নাহার টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১০ ভোট, মোসাম্মৎ রোকেয়া বেগম বই প্রতীকে পেয়েছেন ৪ ভোট।

এবং সংরক্ষিত আসনের ( মহিলা সদস্য) ৩নং ওয়ার্র্ডে জান্নাতুল ফেরদৌসী ফুটবল প্রতীকে ১৫৮ পেয়ে নির্বাচিত হয়েছেন । আর ছকিনা বেগম মাইক প্রতীকে পেয়েছেন ৯১ ভোট, রুবি বেগম বই প্রতীকে পেয়েছেন ১৫ ভোট , শিউলী আক্তার হরিণ) প্রতীকে পেয়েছেন ১৩ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, চাঁদপুরে ২ চেয়ারম্যান, সাধারণ সদস্য ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জনসহ মোট ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮ উপজেলা, ৮৯টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার মোট ভোটার ছিলেন ১২৬৯ জন।

Loading

শেয়ার করুন: