চাঁদপুর ড্রামার প্রতিষ্ঠা বার্ষিকীতে নাট্য উৎসবের উদ্বোধন

মাসুদ রানা ॥

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত চাঁদপুরের নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, আমি নিজেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে থাকতে চাি। রাজনিতী হলো সমাজের কেন্দ্র বিন্দু। ভৌগোলিক সহ সকল কিছুকে একত্রে নিয়ে জনগনকে ধারন করেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা। জনগনের সকল কিছুকে ধারন করেই একটা দল গঠিত হয়। ১৯৭১ সারে বঙ্গবন্ধুর ডাকে দেশবাসী একত্রিত হয়ে এ দেশ স্বাধীনতা অর্জন করে। সেখাে সাংস্কৃতিক কর্মীরা ভুমিকা রেখেছিল। আমাদের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে সাংস্কৃতিক সংগঠন ধরে রাখতে হবে। আমাদের সমাজে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। আমি সকল সাংস্কৃতিক, প্রগতিশিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। চাঁদপুরে সাংস্কৃতিক ও নাট্য আন্দোলন আরো গতিশীল হোক।

অন্যান্য বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনারা সুন্দর ভাবে করবেন। আমাদের দেশে এখন আবার স্বাধীনতার বিরোধী চক্র জঙ্গিবাদ মাথাচারা দিতে চাচ্ছে। কিন্তু প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে বলেই যত্রতত্র জঙ্গি ধরা পরছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা সব সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি একে আজাদ।

Loading

শেয়ার করুন: