চাঁদপুর নৌ থানার ওসিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বদলি জনিত কারণে বিদায়ী ফুলেল শুভেচ্ছা দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ওসি মো. কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর নৌ থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে অত্যান্ত সুনাম ও নিষ্ঠার সাথে চাঁদপুর নৌ থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ফাঁড়িতে ইনচার্জ হিসেবে সহসাই যোগদান করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য নেয়ামত হোসেন, সদস্য খোকন কর্মকার।

Loading

শেয়ার করুন: