নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে পুলিশ সুপার কার্যালয়ে চেতনার বাতিঘর নামে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা ফিতা কেটে এই কর্ণারের উদ্বোধন করেন। পরে মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
কর্নারে ১৯২০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী ও পুলিশ বাহিনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের তথ্য চিত্র তুলে ধরা হয়েছে।
এসময় চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিাত ছিলেন।