চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

  শাহরাস্তি ব্যুরো:
চাঁদপুর প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৩১ ডিসেম্বর রবিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের নেতৃত্বে সাংবাদিক বৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এ এইচএম আহসান উল্লাহ এসময় উপস্থিত ছিলেন। শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে বর্তমান চাঁদপুর প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সহযোগী সদস্য হাসানুজ্জামান, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসান আহমেদ বাবলু প্রমূখ।

Loading

শেয়ার করুন: