চাঁদপুর প্রেসক্লাবের  বৈশাখী মেলায় লেখক পরিষদের আবৃত্তি অনুষ্ঠান

প্রেসবিজ্ঞপ্তি :
চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলায় চাঁদপুর লেখক পরিষদের আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা ২৬ এপ্রিল বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের উপস্হাপনায় আলোচনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, পাঠাগার সম্পাদক সাইফুল খান রাজিব।
একক কবিতা আবৃত্তি করেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাস ও গবেষণা বিষয়ক সম্পাদক নিশাত জাহান।
একক আবৃত্তির পর খোকন চন্দ্র মজুমদারের নেতৃত্বে বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য প্রভাষক হাফিজুর রহমান ও নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও চাঁদপুর লেখক পরিষদের সদস্য বাহার হায়দার চৌধুরী।

Loading

শেয়ার করুন: