স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষার প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে ‘শতবর্ষে মাতৃপীঠ’র লোগো এবং স্মরণীকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোগো এবং স্মরণীকার মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে শতবর্ষ উদযাপন কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন,একটি বিদ্যালয় শতবর্ষ টিকে থাকা অনেক গর্বের বিষয়। শতবর্ষের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুরের গর্ব। এই শিক্ষা প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে চাঁদপুরে সুনাম বয়ে বেড়ায়। আমার মাও এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই প্রতিষ্ঠানটি সরকারী করনে আমার পিতার অনেক অবদান রয়েছে। যার ফলে এই বিদ্যালয়টি আমার অন্যরকম আবেগ ও ভালোবাসার জায়গা।
ডা. দীপু মনি আরও বলেন, এখনো যারা এই বিদ্যালয়ের অগ্রযাত্রার সাথে জড়িয়ে আছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের কার্যক্রম চলছে। যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঘটবে। যারা এ আয়োজনের উদ্যোগতা তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি সব সময় এ প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সাফল্য কামনা করি।
মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রানকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মনিরা আক্তার।
শতবর্ষী উদযাপন প্রচার উপ-কমিটির আহ্বায়ক সায়েরা কাকলী ও উপস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব রোটারিয়ান রাশেদা আক্তারের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর হোসেন খান, ফজিলাতুন্নাহার বেগম আবু, শতবর্ষী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আফরোজা জাহান আখন্দ বেবী প্রমুখ। এসময় শতবর্ষে মাতৃপীঠ উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।