চাঁদপুর শহরে যানজট নিরসনে মেয়রের নানামুখী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল শহরের যানজট নিরসন এবং পথচারীদের হাঁটাচলার পথ (ফুটপাত) নির্মাণ এবং হকার মুক্ত রাখতে নানা মূখী উদ্যোগ গ্রহণ করার ফলে এর সুফল পেতে শুরু করেছে পৌরবাসী।

ইতিমধ্যে মিশন রোড চৌরাস্তা প্রশস্ত করার পাশাপাশি ফুটপাত নির্মানের কাজ সম্পন্ন হয়েছে। চাঁদপুর সরকারি কলেজের সামনে রাস্তাটি প্রশস্ত করার পাশাপাশি ফুটপাত নির্মান করা হয়েছে। শহরের সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম এলাকা কালীবাড়ি মোড়ে (শপথ চত্বর) টি ভেঙ্গে সেখানে অল্প জায়গায় নান্দনিক জয় বাংলা চত্বর করার ফলে এখানকার যানজটের ভোগান্তি অনেকটাই কমে এসেছে।

এছাড়া পুরানবাজার-নতুনবাজার সংযোগ সেতুর পাল বাজার গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। মেয়রের এসব প্রশংসনীয় উদ্যোগের ফলে শহরে যানবাহন চলাচল ও পথচারীদের হাঁটাচলা আরো সহজ হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসী ও সচেতন মহলের।

এদিকে ৩০ এপ্রিল রোববার দুপুরে শহরের বিপণীবাগ এলাকায় মেয়রের উপস্থিতিতে সড়ক প্রশস্ত করণ ও ফুটপাত নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

Loading

শেয়ার করুন: