২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি ॥

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক ঘোষণা করেন।

চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।তাদের প্রর্তীক পেয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান পেয়েছেন (কাপ পিরিচ), আইয়ুব আলী বেপারী ( দোয়াত কলম) , এডঃ হুমায়ুন কবির সুমন (ঘোড়া), মিজানুর রহমান কালু ভূঁইয়া (মোটর সাইকেল) এবং রাকিব মাঝি (আনারস) মার্কা পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে নুরুল হায়দার সংগ্রাম পেয়েছেন (টিউবওয়েল), আবুল বারাকাত মোহাম্মদ রেজোয়ান (চশমা) এবং হারুনুর রশিদ হাওলাদার(তালা) মার্কা পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা (পদ্মফুল) এবং শিপ্রা দাস (ফুটবল) মার্কা পেয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

এদের মধ্যে চেয়ারম্যান পদে মো. হেলাল উদ্দিন (আনারস), মো. জসিম (দোয়াত কলম) এবং আবু সুফিয়ান মজুমদার (ঘোড়া) পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার (প্রজাপতি) এবং রুবি বেগম (ফুটবল) মার্কা পেয়েছেন।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন। এদের মধ্যেচেয়ারম্যান পদে ওমর ফারুক রুমি( আনারস) , ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভাইস-চেয়ারম্যান পদে ওমর ফারুক (টিউবওয়েল), ইব্রাহিম খলিল( মাইক), তোফায়েল আহমেদ ইরান( উড়োজাহাজ), ইমদাদুল হক( চশমা) এবং নুর আলম (তালা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজমুন নাহার (কলস), কামরুন্নাহার(হাঁস), হাসিনা আক্তার (প্রজাপতি) এবং হনুফা আক্তার( ফুটবল) মার্কা নিয়ে ২ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এইদিন বেলা দুইটার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহবান জানান।

Loading

শেয়ার করুন: