চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদ সম্মেলন

মাসুদ রানা ॥

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে “ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর” এই শ্লোগানকে সামনে রেখে প্রিন্ট এবং টিভি সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ অসিত বরণ দাস এবং সদস্য সচিব পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। এতে সভাপতিত্ব করেন ,প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন পরিষদের মিডিয়া উপ-কমিটির কমিটির আহবায়ক প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

এ সময় সদস্যসচিব পৌর মেয়র জিল্লুর রহমান বলেন, প্রায় ৭ হাজার লোকের অনুষ্ঠান মাথায় রেখেই অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। এরমধ্যে প্রাক্তন শিক্ষার্থী প্রায় সাড়ে ৩ হাজার এবং রানিং স্টুডেন্ট ২৫ শত ৬০ জন। এছাড়া জেলা প্রশাসন কর্মকর্তা, সকল রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি দাওয়াত পাবেন এবং অত্র কলেজের জীবনে যত ভিপি জিএস আছেন তারা দাওয়াত পাবেন। পরিশেষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সকল কার্যক্রমের পর্যালোচনা করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম রোমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা,মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)।২৪ ফেব্রুয়ারি শুক্রবার (প্রথম দিন) সকাল ১০ টায় চাঁদপুর সরকারি কলেজ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ। একইদিন বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়াম উৎসব প্রাঙ্গণে প্রবেশ এবং শুভেচ্ছা বিনিময়, বিকেল বেলা চা চক্রের আয়োজন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় নৈশ ভোজ।
২৫ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় দিন সকাল ৮:১৫ মিনিট চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে শেষ হবে।
এরপর সকালের নাস্তা শেষে উদ্বোধনী অনুষ্ঠান, স্মরণিকা ও তথ্য-পঞ্জির মোড়ক উন্মোচন। পর্যায়ক্রমে চলবে তথ্যচিত্র প্রদর্শনী, কলেজ প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, কলেজ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা, স্মৃতিচারণ ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিভা উপস্থাপন। বিকেলে লাকিকুপন ড্র ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, চা চক্র এবং রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক এ্যাড মজিবুর রহমান ভূঁইয়া, পুরান কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,আওয়ামীলীগ নেতা শাহির পাটওয়ারী, আবু নাসের বাচ্চু পাটওয়ারী, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, হেলাল হোসাইন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক প্রফেসর আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বিএম হান্নান, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসাইন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম এ লতিফ, জেলা ছাত্র লীগের জহির মিজি , সাধারণ সম্পাদক সাদ্দাম হোসন, সহ স্থানীয় সকল দৈনিক পত্রিকার সাংবাদিক প্রতিনিধি প্রমুখ।

Loading

শেয়ার করুন: