চোরদের কাছে থেকে কম দামে মোবাইল  ক্রয় করে বেশি দামি বিক্রি করতেন সুমন

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরে ১০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসহ মো. সুমন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।  শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ওসি এনামুল হক চৌধুরী।

আটককৃত সুমন চাঁদপুরের কচুয়া  উপজেলার
১০নং গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের চেয়ারম্যান বাড়ী  মোঃ আমিন উদ্দিনের  ছেলে।

ডিবির ওসি এনামুল হক চৌধুরী জানান,  আজ দুপুরের  গোপন সংবাদের ভিত্তিতে  কচুয়া উপজেলার  ১০নং গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি এলাকায় তাদের বসত বাড়ীতে  চোরাই মোবাইল ব্যবসায়ীকে সুমনকে আটক করা হয়। এসময়   তার হেফাজত হতে বিভিন্ন মডেলের ১০টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। মোবাইল  ১০টি  মূল্য ৩,৫৫,০০০টাকা।

তিনি আরও জানান, আটককৃত  সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত মোবাইল সেটগুলো কুমিল্লা ও চাঁদপুর জেলাসহ আশপাশের জেলার  বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা চোরদের নিকট হতে কমমূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন।  তার বিরেুদ্ধে কচুয়া থানায়  মামলা রুজুর নিমিত্তে ধারা-৪১১/৪১৩ পেনাল কোড এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।   চোরদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গরম করা হচ্ছে।

Loading

শেয়ার করুন: