মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৩০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় এ তান্ডব চালায় আমির হোসেন মোল্লা, রাজিব, নূরে আলম, নাছির, রহম উদ্দিন, নূর নবী ও মিজান মোল্লাসহ আরো অনেকে।
হামলাকারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর ভাই বজলুল গনি বেপারী বিল্ডিংয়ের গ্লাস, দরজা, সুমন বেপারীর দুটি ঘরসহ বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
ছেংগারচর পৌরসভার দুই বাবের নির্বাটিচত ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারী বলেন, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বিভিন্ন নিরীহ মানুষের উপর আক্রমন করে লুটপাট করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় আমার অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, আমার ভাই বজলুল গনি ও সুমন বেপারীর বাড়িতে হামলা করে তাদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।