আদালত প্রতিবেদক ॥
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৫শে মার্চ) চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: এ. জেড. এম রফিকুল হাসান রীপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: সলিমউল্লাহ সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাড: জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: মুজিবুর রহমান ভুইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: সাইয়েদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাড: এ.টি.এম মোস্তফা কামাল, বাংলাদেশ ল ইয়াস কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড: শেখ আবুল খায়ের মো: সালেহ, সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া, আইনজীবী অ্যাড: আব্দুল্লাহিল বাকী, ফোরামের দপ্তর সম্পাদক অ্যাড: আলম খান মঞ্জু, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড: কামাল হোসেন সহ আইনজীবীগন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম পাটোয়ারী।