নিজস্ব প্রতিবেদক:
মাছ ধরার জালে মেরে উদ্ধার হলো মোহাম্মদ ওমর ফারুক (৫) ও মানিক (৬)-এর লাশ। এর আগে এদিন আসর নামাজের পন থেকে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে বাড়ির পুকুরে জাল ফেলতে শুরু করে। রাত ৮টার পর পুকুরে ফেলা জালে আটকায় শিশুদের লাশ। উদ্ধারের পর পর শিশুদেরকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার ২৭ জুন সন্ধ্যার পরে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে। শাহপরান ঐ বাড়ির ওমর ফারুকের ছেলে ও মানিক একই বাড়ির মোহাম্মদ জুয়েলের ছেলে।নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, শিশুরা আসরের আযানের কিছু পর বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত ৮ টা পর্যন্ত এলকায় খোঁজ খবর নেয়া হয়। এর পরেই কৌতহল বসত বাড়িল লোকজন পুকুরে জাল মারতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পরে একই জালে দুই শিশুর লাশ আটকে যায়। এর পরেই তাদেরকে উপজেলা স্বস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করে।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুরা মারা গেছে।