জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির গৌরবের দুই যুগপূর্তি ও কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর সকাল ১১টায় চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (সেবা) এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও অপারেশন) সুদীপ্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপসঃ) রাশেদুল হক চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ, সহ-সভাপতি কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, ডা. পিযুষ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, যুগ্ন-সম্পাদক রেবেকা সুলতানা বকুল, আব্দুল্লাহ আল-মামুন, সাংস্কৃতিক সম্পাদক রূপালী চম্পক, সাংস্কৃতিক সহ-সম্পাদক শিপ্রা মজুমদার, নির্বাহী সদস্য প্রৌকশলী খোকন চন্দ্র শীল, মো. হারুনুর রশীদ পাটওয়ারী, মো. সাইফুল ইসলাম,

ইন্ডাষ্ট্রিয়াল কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক, মফিজুল ইসলাম সেলিম, সদর উপজেলা সভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, মতলব দক্ষিণ পৌর কমিটির সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রাণধন দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক ইউসুফ যুবায়ের সিমুল প্রমুখ।

সভায় সর্বসম্মিতে সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের শেষ শনিবার হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ ও কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে পদযাত্রা করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: