ডাকাতিয়ায় বালি উওোলন, লাখ টাকা জরিমানা

 

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ :

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামে ডাকাতিয়া নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে পরিচালনা করা হয়।

বুধবার (২৪ এপ্রিল)সকালে চররাঘবরায় গ্রামে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ জন ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ এবং আদায় করা হয়।

অবৈধভাবে বালি উত্তোলন করার ১ টি ড্রেজিং মেশিন এবং ১ টি পাম্প মেশিন সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) জিম্মায় দেওয়া হয় যা অফিসার ইন চার্জ ফরিদগঞ্জ থানার হেফাজতে থানায় সংরক্ষিত রয়েছ ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম.জাহিদ হাসান ।

এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার পুলিশ ফোর্স, পৌর ও ইউনিয়ন ভূমি অফিস এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যমকর্মী উপস্তিত ছিলেন।

Loading

শেয়ার করুন: