স্টাফ রিপোর্টার:
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের বিজয় দিবসের অনুষ্ঠান পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিজয় মেলা মঞ্চে বিজয় দিবসের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল শিল্পী, কলাকুশলী এবং বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মীরা অংশগ্রহণ করেন।
নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. মাহাবুবুর রহমান সুমন, শিশু থিয়েটার ও নটমঞ্চের সভাপতি পিএম বিল্লাল, নতুন কুঁড়ির উপদেষ্টা শেখ আল মামুন, জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সংগীত শিক্ষক বিরেণ সাহা, সাংবাদিক ও গীতিকার কবির হোসেন মিজি, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিম, নতুন কুঁড়ির সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, সাংগঠনিক মো. রতন সেলিম বেপারীসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।