
মাজহারুল ইসলাম
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং আইন-শৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নদীর পাড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলার অবনতি ও ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
এ সময় নীলকমল ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তারা আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছি।”
স্থানীয় জনসাধারণও শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, “আমরাও চাই নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”