পচা বাসি খাবার পাওয়ায় চাঁদপুর হোটেলকে জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:

পচা-বাসি গ্রীল পাওয়ায় চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

সোমবার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল।

অভিযান শেষে সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল বলেন, চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় তদারকি অভিযানে চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি গ্রীল পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক (ডিসি) স্যারের সার্বিক সহযোগিতায় আজকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

অভিযান পরিচালনা করার সময় সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়ন চাঁদপুর সদর।

Loading

শেয়ার করুন: