পড়ালেখার পাশাপাশি  নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে : পৌর মেয়র  জুয়েল

মাসুদ রানা :
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোববার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের সভাপতি আ্যড জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌর এলাকায় শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টি অন্যতম। এ বিদ্যালয়টি নামকরণ করা হয়েছে শহীদ জাবেদের নামে। তিনি দেশের জন্য যুদ্ধ করে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি জাতির বীর সন্তান। আজকের এ দিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। লেখাপড়ার প্রতি এখন মানুষ অনেক বেশি সচেতন। সবাই চায় অন্ধকার থেকে আলোতে আসতে। এ প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষাদানে ধারাবাহিক উন্নতি করছে।তিনি আরো বলেন, বর্তমানে দেশে শিক্ষার হার বেড়ে চলছে। যেদিন শিক্ষার হার শতভাগ হবে সেদিনই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধু একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তিনি বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতাম। আজকে জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, ফাহমিদা ফারজানা এবং নূরে আলম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি, পৌর কাউন্সিলর খালেদা আক্তার, আয়েশা রহমান, কবির চৌধুরী প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে প্রধান অতিথিকে স্কুলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

Loading

শেয়ার করুন: