নিজস্ব প্রতিনিধি :
ব্যস্ততম রাস্তার পাশে ইফতার হাতে দাঁড়িয়ে আছে কোমলমতি ছোট্ট শিশুরা। তারা এই পথ দিয়ে যাতায়াতরত রিকশা, অটোরিকশা ও সিএনজি চালকসহ রোজাদার পথচারীদের হাতে তুলে দিচ্ছেন ইফতারের প্যাকেট।
২২ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুরে এমন ব্যতিক্রমী আয়োজন করে আপন কিডস স্পোকেন ইংলিশ -এর ক্ষুদে শিক্ষার্থীরা। চাঁদপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই ব্যতিক্রমী আয়োনটি করা হয়। এসময় ওই পথে যাতায়ারত শাতাধিক পথচারির হাতে ইফতার উপহার তুলে দেয় কোমলমতি শিশুরা।
সামাজিক সংগঠন আপন ও আপন কিডস স্পোকেন ইংলিশ -এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদা আক্তার বলেন, মূলত কোমলমতি শিশুদের মাঝে মানবিকতার বীজ বপন করার লক্ষ্য নিয়েই আমরা এই ভিন্নধর্মী আয়োজনটি করেছি। সাধারণত ইফতার বিতরণ কার্যক্রম আমরা বড়রাই করে থাকি। এবার আমরা আপন কিডস স্পোকেন ইংলিশ -এর ক্ষুদে শিক্ষার্থীদের হাত দিয়ে রোজাদার পথচারীদের হাতে ইফতার উপহার তুলে দিয়েছি। এতে একদিকে শিশুরা যেমন আনন্দিত হয়েছে, অপরদিকে তাদের মধ্যে ছোটবেলা থেকেই মানবিকতা বোধ জন্ম নিবে বলে আমরা বিশ্বাস করি। এই শিশুরাই একদিন বড় হয়ে একটি মানবিক পৃথিবী গড়ে তুলবে, এটিই আমাদের প্রত্যাশা।
ইফতার উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন আপন কিডস স্পোকেন ইংলিশ -এর শিশু শিক্ষার্থী আতিকা মোবাশ্বেরা লাবিবা, সাদিয়া জামান প্রাপ্তি, রাইনা হাসান তাসনিয়া, রাদিয়াত রেজা বর্ণ, সুবহানা আহমেদ, বিক্রম অদিতি দাস, ওয়াজিহা বিনতে বিল্লাল, মুনতাহা আজাদ আশফি, জান্নাতুল ফেরদৌ তাসমি, ইসরাত জাহান, সিদরাতুল মুনতাহা ফারিন, ফারিবা, প্রাপ্তিসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন, আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, বাসস এর চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম, আপন ইংলিশ কিডস স্পোকেং -এর মেন্টর ওয়ালী উল্লাহ, সামিয়া আক্তার, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সস্পাদক সিত্তুল মোনা চৈতী, আহসান আরিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সি, প্রচার সম্পাদক এএম সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক
ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফ সাহমুদ পাটওয়ারী,অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণি দাস প্রমুখ।