নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকার মাঝি আরিফ উল্যাহ সরকার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ১৭ জুলাই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২২ জুলাই নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, আওয়ামী লীগ নেতা আনিছুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার’সহ আওয়ামী লীগের ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ছেংগারচর পৌরসভা নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।