নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের কাউছার হোসেনের মেয়ে নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫)।
স্থানীয়রা জানান, আজ দুপুরে পরিবারের সদস্যদের না জানিয়ে তারা গোসল করতে গেলে পুকুরে ডুবে যায়। পরে ছালেহা বেগম নামের স্থানীয় এক নারী ওই পুকুরের ঘাটলায় গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সঙ্গে লাগে। পরে দুই শিশুকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।