প্রধানমন্ত্রীর অংশগ্রহণমূলক নির্বাচনের সফলতা দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

 

মাসুদ রানা:

চাঁদপুর সদর-হাইমচর ৩ আসনের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, যেখানে যাই একই কথা শুনি মুরুব্বিরা অবহেলিত, তৃণমূলের নেতাকর্মীরা নির্যাতিত, সারাদেশে বিভিন্ন স্থানে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে সারাদিন ভোট হবে, সন্ধ্যার পর নৌকা নিয়ে আমরাই বিজয় মিছিল করব। আমি বলে দিতে চাই যারা এসব কথা বলে তারা বোকার স্বর্গে বাস করে।

 

তিনি ২৫ ডিসেম্বর সোমবার হাইমচর উপজেলা আলগি বাজারের মোতালেব প্লাজায় ঈগল মার্কার সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

শামছুল হক ভূঁইয়া বলেন, হুমকি-ধমকি সমালোচনা ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে আসুন আমরা জনগণের রায়ের উপর ভোটের ভাগ্য কি হয় দেখি। জনগণ যাকে চায় সেই জনগণের প্রতিনিধিত্ব করুক। এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণমূলক নির্বাচনের সফলতা দেশ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। জননেত্রী শেখ হাসিনাকে সন্মান জানিয়ে নির্বাচন করছি। নির্বাচনে এক ঘরে দুই ভাই থাকে। নৌকা ও স্বতন্ত্র ভাই ভাই। যে জনগণের রায়ে জয়ী হবে তাকেই শেখ হাসিনা গ্রহণ করে নিবেন।

 

তিনি আরো বলেন, যেসব সন্ত্রাসীদের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকদের হামলা হুমকি-ধমকি নির্যাতন করে আমাদের ব্যানার পোস্টার ছিড়ে ঈগল প্রতীক মুছে ফেলা যাবে না।

চাঁদপুর-৩ থেকে এর আগেও নির্বাচন করেছি। আমি নির্বাচনী সব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাল্লাহ জয়ী হবো।

 

চাঁদপুর ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়ার সভাপতিত্বে ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া,দক্ষিণ আলগি ৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি এবায়দুল্লাহ ইব্রাহিম মিজি।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী।

 

তিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালেব জমাদার, একুশে আগস্টে নিহত আব্দুল কুদ্দুস পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, রুহুল আমিন সর্দারসহ বিশিষ্ট জনের কবর জিয়ারত করেন। এর পূর্বে তিনি চামড়া চৌরাস্তায় পথসভা করেন। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিলে যোগদান করেন। সবশেষে তিনি বাঘাদি গণ ইস্কুলের বিপরীত পাশে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

Loading

শেয়ার করুন: