প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

চেক বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সরকার সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে। এমন কোন সেক্টর নেই তার সহযোগিতা নেই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে মানুষের পাশে থেকে আমি কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের পাশে কাজ করে যাব।

উল্লেখ্য: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে মুক্তিযোদ্ধা পরিবারের চাঁদপুরের প্রথম শহীদ বলেন্টিয়ার নাতি মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের ছেলে রফিকুল ইসলাম, ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীকে ৫০ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: