নিজস্ব প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়া চাঁদপুরের রাব্বিকে আশ্রয়ণ-২ প্রকল্পের নতুন জমিসহ ঘর,রাব্বির পরিবারকে প্রথম শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রাব্বিকে প্রথম শিক্ষা সহায়তা চেক প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জানা যায়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চলতি বছর গত ১৫ জুলাই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নেন। হাসপাতাল ত্যাগ করার সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীসহ সকলের সঙ্গে কৃশল বিনিময় করেন। এসময় আনন্দময় শৈশব ও উন্নত ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বগ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
রাব্বির লেখাপড়ার খরচ নির্বিঘ্নে চালিয়ে নিতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন থেকে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে ।
এব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান,শিশুটিকে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থ দিয়েছিলেন তার এ মাসের লভ্যাংশ আজকে দেয়া হয়েছে। এমনইভাবে প্রতি মাসে টাকা পাবে। শিশুটিকে লক্ষীপুর আশ্রায়ণ প্রকল্পে জমিসহ ঘর দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক মানুষ। ফলে তিনি পথশিশুটিকে স্থায়ীভাবে জীবন সংগ্রামে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তাঁর এ ধরনের মানবিক কাজ অবশ্যই প্রশংশনীয়।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
উল্লেখ্য: রাব্বির জন্মস্থান চাঁদপুর উপজেলার রামদাসদী গ্রামে।