কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জের পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সম্পন্ন হয়েছে।
১৩ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ মো. মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তোফায়েল ইসলাম পাটওয়ারী, সহকারী শিক্ষক আব্দুল মোতালেব, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাজহারুল ইসলাম আকরাম মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন পাটওয়ারী, বাবলু পাটওয়ারী, জহিরুল ইসলাম কামাল ভেন্ডার, জাকির হোসেন মিজি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. মামুন হোসেন, ইকবাল হোসেন, জাহিদুর রহমান পাখি, কাউছার হোসেন সাগর, করিম ভূঁইয়া, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আরমান হোসেন ছোটন, ফাহাদ পাটওয়ারী, রাজা মিয়া সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় ঢাকা ইলিভেন স্ট্রাইকার একাশদ বনাম রায়সাহেব বাজার ঢাকা- এই দুটি দল অংশগ্রহণ করে।