ফরিদগঞ্জে আওয়ামীলীগ তিন ভাগে বিভক্ত : মাঠ গরম রাখছে স্বতন্ত্র প্রার্থীরা 

জসিম উদ্দিন,ফরিদগঞ্জ:
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসায় আওয়ামী লীগ তিনভাগে বিভক্ত। এই আসনটিতে প্রথমবারের মত  সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান। তিনি প্রথম নৌকার টিকিট পান ২০০১ সালে। অস্টম (২০০১) জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেলেও বিএনপি প্রার্থী  আলমগীগ হায়দারের কাছে কাছে পরাজিত হন।
নবম  জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী লায়ন হারুন অর রশিদ এর কাছে পরাজিত হয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি, একাদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের সাথে জয় লাভ করেন।সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পান  সাংবাদিক শফিকুর রহমান ।
তবে এবারই নিজ দলের স্বতন্ত্র  প্রার্থীদের সাথে লড়তে হচ্ছে তাঁকে। বর্তমান সংসদ সদস্যকে হারাতে আওয়ামী লীগের ২ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। তারা হলেন  জেলা আওয়ামীলীগের  সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ ড.শামছুল হক ভুইয়া (ঈগল প্রতীক)। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ (ট্রাক প্রতীক)  স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন প্রার্থীর জন্যে তিনভাগে বিভক্ত হয়ে নির্বাচনের মাঠ গরম রাখছেন।
নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা পরিষদের সদস্য আলী আক্কাস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জিএস তছলিম, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি নাজমুন নাহারসহপ্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে কাজ করেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেন তার স্ত্রী মাইমুনা জালাল ইকরা, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান তালুকদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাবুদ্দিন শাবু,সাবেক ছাত্র নেতা পাবেল পাটোয়ারীসহপ্রমুখ।
 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবু সাহেদ সরকার জানান, আমি নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি, আওয়ামী লীগের বিপক্ষে নয়। স্বতন্ত্র প্রার্থী  ড. শামছুল হক ভুইয়া  আওয়ামী লীগের দুর্দিনের কর্মী,তিনি দুর্দিনে জেলা আওয়ালীগের সভাপতি ছিলেন, ফরিদগঞ্জ প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আওয়ামিলীগকে সু-সগঠিত করতে কাজ করেছেন। আর বর্তমান এমপি সাংবাদিক শফিকুর রহমান একজন দলের এমপি হয়ে, আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ বাদ দিয়ে নিজেস্ব প্রতিনিধি লীগ দিয়ে ফরিদগঞ্জ রাজত্ব করেছেন। এবং তিনি আমার সাথেও যোগাযোগ করেননি।
এ ছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী  শেখ সাজ্জাদ রশিদ সুমন । নোঙ্গর প্রতীকের প্রার্থী বিএনএমের  মহাসচিব ডাঃ শাহজাহান  তৃণমূল বিএনপির সোনালীআঁশ প্রতীকে নির্বাচন করছেন আব্দুল কাদের তালুকদার, ফুলের মালা প্রতীক নিয়ে মাঠে আছেন বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী, আম প্রতীকে নির্বাচন করছেন আব্দুল গনি।

Loading

শেয়ার করুন: