ফরিদগঞ্জে আগুনে পুড়ে দোকান ছাই

 ফরিদগঞ্জ  প্রতিনিধি :
ফরিদগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে একমাত্র সম্বল টং দোকানটি। এতে ভুক্তভোগী পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে।
উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে বুধবার (১০ জানুয়ারি) গভীর রাতে ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. মাসুদ খানের ‘আব্দুল গাফফার স্টোরে’ এ আগুন লাগার ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও দোকানে থাকা কোনো মালামাল রক্ষা করতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মাসুদ খান বলেন, ‘আত্মীয়স্বজন ও বিভিন্ন এনজিও থেকে লোন করে এ মুদি ও চায়ের দোকানটি পরিচালনা করছি। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকানটি বন্ধ করে বাড়িতে গিয়ে খাবার খেতে বসেছি। এমন সময় প্রতিবেশীদের চিৎকারে দোকানের সামনে এসে দেখি তিল তিল করে গড়া আমার দোকানটিতে আগুন জ্বলছে। দোকানে থাকা কোনো মালামালই উদ্ধার করতে পারিনি। এ ঘটনায় আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই দোকানের ইনকাম দিয়েই পরিবারের জীবিকা নির্বাহ করতাম। এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘আমার দোকানে আগুন লাগার মতো কোনো কিছু ছিল না। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’
আগুনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আমরুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অসহায় এ পরিবারটির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা একেবারেই দুঃখজনক।’
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Loading

শেয়ার করুন: