ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ফের দুর্ধর্ষ ডাকাতি! 

কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
পুলিশ পরিচয়ে ডাকাতি করা যেন সহজ পন্থা হয়ে দাঁড়িয়েছে ডাকাতচক্রের কাছে। কিছুদিন পূর্বেও একটি ডাকাতদল সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে পুলিশ পরিচয়ে এসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। সামান্য কদিনের ব্যবধানে উপজেলায় আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে।
ফরিদগঞ্জে বুধবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় এলাকার একাধিক মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ডাকাতদের ধরা সম্ভব হয়নি।
ভুক্তভোগী সহিদ উল্যাহর শ্যালক মো. মনির হোসেন বলেন, ‘আমার ভাগিনারা তিনজন প্রবাসে থাকে। তাই আমি বোনের বাড়িতে থাকি। বুধবার রাত ২টার দিকে কয়েকজন এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা বলে, ‘আমরা পুলিশ, কোনো কথা বলবি না।’ এরপর অস্ত্র ঠেকিয়ে মুখ-হাত-পা বেঁধে তারা ঘরে থাকা দামি জিনিসপত্র সব নিয়ে যায়।’
সহিদ উল্যাহর স্ত্রী মাজেদা বেগম লিলু বলেন, ‘রাতে আইনের লোক পরিচয় দিয়ে বাসায় ঢোকে ডাকাতেরা। পরে ধারালো অস্ত্র দেখিয়ে আলারির চাবি নিয়ে যায়। এ সময় ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণের গহনা, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ডাকাতেরা চলে গেলে আমার ভাই হামাগুড়ি দিয়ে আমার কাছে আসলে একে অপরের বাঁধন খুলে বাইরে গিয়ে ডাক-চিৎকার দিই। এসময় ডাকাতদের ধরতে আমাদের মসজিদের মাইকে ঘোষণা করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে থানা থেকে পুলিশ আসে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাসান বলেন, ‘বাড়িতে থাকা লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। এলাকার কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা করেও ডাকাতদের ধরা যায়নি। শুনেছি, তারা এসে প্রথমে পুলিশের পরিচয় দিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশি টহল জোরদার করা হবে।’
উল্লেখ্য, কিছুদিন আগে একই উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া ভূঁইয়া বাড়িতে পুলিশ পরিচয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

Loading

শেয়ার করুন: