ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

নিজস্ব প্রতিবেদক:

 

নেতা-কর্মী, বিভিন্ন সংগঠন, মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সোমবার সকাল থেকে তাঁর নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে। এ সময় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ। ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি বলেন, বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সকল ভোটারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। মতলবের উন্নয়নে আমি ও আমার পরিবার সবসময় কাজ করছি। এবার আর কোনো উন্নয়ন কাজ বাকি থাকবে না।

তিনি আরো বলেন, আমার প্রয়াত ছেলে দিপু চৌধুরী মতলবের মানুষের উন্নয়নের স্বপ্ন দেখেছেন। সে সব সময় বলতো, মতলবকে সিঙ্গাপুর বানাবে। আমি ও আমার পরিবার দিপুর সেই স্বপ্ন পূরণ করবো।

Loading

শেয়ার করুন: