বঙ্গবন্ধুই প্রথম মেহনতি মানুষের অধিকার আদায়ের পদক্ষেপ নেন: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ১৯৭২ সালে মে দিবসকে জাতীয় দিবসে রূপান্তরিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তিনি প্রথম বাঙালি মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বর্তমানের তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার। ন্যায্য অধিকার আদায়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

সোমবার (দুপুরে) চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান শ্রমিক লীগকে আরো শক্তিশালী হতে হবে। জনগণ, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে, আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে। বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল।

সুজিত রায় নন্দী বলেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। কোন হুমকি ধমকিতে লাভ হবে না। সংগঠনের বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও দলের স্বার্থে আমরা একচুলও ছাড় দিবো না।

জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওহিদুল ইসলাম ওহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যড. জহিরুল ইসলাম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন প্রমূখ।

আলোচনা সভা পূর্বে নেতারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন।

Loading

শেয়ার করুন: