বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করলেন আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ

 

স্টাফ রিপোটার ॥

চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

রোববার ( ২৮ জানুয়ারি ) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর নেতৃত্বে নবকমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলী অপণ করেন।

এ সময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ জসিম উদ্দিন ভুইয়া মিঠু, অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আইনজীবী সমিতির ২য় তলায় সাবেক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কর্মকতাদেও কাছে তাদেও দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেও পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়।

এ সময় অনন্যাদেও মধ্যে উপস্থিত ছিলেণ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ.এন. এম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ, যুগ্ম সম্পাদক অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ জাবির হোসেন, সম্পাদক সমাজ কল্যান ও সেমিনার অ্যাডঃ বিশ^জিত কর রানা, জেনারেল অডিটর অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর অ্যাডঃ সফিকুল ইসলাম রনী, চেয়ারম্যান রেজিষ্টাারিং অথরিটি অ্যাডঃ মোঃ আবু কাউছার, সম্পাদক রেজিষ্টারিং অথরিটি অ্যাডঃ শাহ-ই- জালাল সাব্বির, সদস্য রেজিষ্টারিং অথরিটি অ্যাডঃ আব্দুল্লাহ আল নাকিব, অ্যাডঃ মুহাম্মদ শেখ সাদি ও অ্যাডঃ মোঃ আবির হোসেন রনি।

Loading

শেয়ার করুন: