বর্ণচোরা নাট্যগোষ্ঠী ৫০ বছর পথ চলার আনন্দে  এগার  দিনব্যাপী কর্ম সূচি

স্টাফ রিপোর্টার:
আজ থেকে  শুরু হচ্ছে এপার বাংলা ওপার বাংলা নাট্যদলের অংশগ্রহণে  ১১ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। চাঁদপুর এই প্রথম দুই বাংলার নাট্যদলের অংশগ্রহণে বিশাল আন্তর্জাতিক নাট্যোৎসব চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ  ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায়  উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সারাজাগানো নাটক ” লালননামা”। রচনা ও নির্দেশনায় জিয়াউল আহসান টিটো। আগামীকাল ঢাকা পদাতিক নাট্য সংসদের নাটক “গুণজান বিবির পালা “।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পথ চলার আনন্দে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ২১ অক্টোবর সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
নাটক বিনিময় মৈত্রীর বন্ধন এই শ্লোগানকে সামনে রেখে  চাঁদপুরের প্রাচীনতম নাট্য সংগঠন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী  আয়োজন কারেছে  এ আন্তর্জাতিক নাট্যোৎসবের। ১১ দিনব্যাপী এ উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে নাটক। উৎসবে ভারতের ৩ টি নাট্যদল, ঢাকার ২ টি, সিলেট, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের ৯ টি নাট্যদল অংশ নিচ্ছে। ভারতের ৩ টি নাট্যদল স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য একই দিন বিকেল ৪ টায়ও নাটক মঞ্চস্থ করবে।আন্তর্জাতিক এ নাট্য উৎসবে প্রতিদিন বরেণ্য বক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উৎসবের উদ্বোধনী দিন  ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হবে বাউল সম্রাট  লালন ফকিরের দর্শন ও কাহিনী নিয়ে নাটক লালননামা। রচনা ও নির্দেশনায় জিয়াউর আহসান টিটো। ২য় দিন ১২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা পদাতিক নাট্য সংসদের নাটক গুণজান বিবির পালা। নির্দেশনায় সায়িক সিদ্দিকী। ৩য় দিন ১৩ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ সংশপ্তক নাট্যদলের নাটক ভদ্দনোক। নির্দেশনায় সানাউল্লাহ হক। ৪র্থ দিন ১৪ অক্টোবর শনিবার কোলকাতা ভারতের শ্যামবাজার নাট্যচর্চ্চাকেন্দ্রের নাটক দুষ্টু কথা। নির্দেশনায় মৃত্তিকা বসু ( বিকেল সাড়ে ৪টায়) ও সন্ধ্যা ৭ টায় নাটক নবজাতক। নির্দেশনায় সমরেশ বসু। ৫ ম দিন ১৫ অক্টোবর রোববার মুন্সিগঞ্জ হিরণ কিরণ থিয়েটারের নাটক অবচিত। নির্দেশনায় মোহাম্মদ শামীম শেখ। ৬ষ্ঠ দিন ১৬ অক্টোবর সোমবার রাঙ্গামাটি তৈনগাঙ থিয়েটারের নাটক রত্নমালা। নির্দেশনায় আশিক সুমন। ৭ম দিন ১৭ অক্টোবর  মঙ্গলবার কোলকাতা ভারতের গোবরডাঙ্গা নকসা’র নাটক বিনোদিনী। ( বিকেল সাড়ে  ৪টায় ও সন্ধ্যা ৭ টায়)। নির্দেশনায় আশিস দাস। ৮ম দিন ১৮ অক্টোবর  বুধবার ঢাকা শব্দ নাট্যচর্চ্চা কেন্দ্রের নাটক পীরচাঁনের পালা। নির্দেশনায় খোরশেদুল আলম। ৯ম দিন ১৯ অক্টোবর  বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ভারতের বিবেকানন্দ নাট্যচক্রের নাটক  নিহত শতাব্দী ( বিকেল সাড়ে ৪টায়) ও ঢিসুম ঢিসম ( সন্ধ্যা ৭টা)। নির্দেশনায় শুভেন্দু চক্রবর্তী। ১০ দিন ২০ অক্টোবর  শুক্রবার সিলেট কথাকলি’র নাটক চে’র সাইকেল। নির্দেশনায় ফয়েজ জহির। সমাপনী দিন ২১ অক্টোবর শনিবার  চাঁদপুর থিয়েটার ফোরামের সদসভুক্ত ৯ টি নাট্যদলে অংশগ্রহণে নাটকের অংশ বিশেষ নিয়ে কোলাজ। অংশগ্রহণে- বর্ণচোরা নাট্যগোষ্ঠী,অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর ড্রামা, অনুপম নাট্যগোষ্ঠী, বর্ণমালা থিয়েটার, স্বরলিপি নাট্যগোষ্ঠী, নাটমঞ্চ, মেঘনা থিয়েটার, অরূপ নাটয়গোষ্ঠী। প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন আয়োজক সংগঠনের সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

Loading

শেয়ার করুন: