বসতঘরে মিলল দুই মেয়েসহ মায়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘর থেকে একসঙ্গে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন লাড়ুয়া গ্রামের দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ীর স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) ও আরিয়া (২)।

সীমার বাবা মোস্তফা কোতয়াল জানান, মেয়ে ও নাতনিদের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছি। ৭ বছর আগে আরিফের সঙ্গে সীমার বিয়ে হয়। আরিফ দুবাই প্রবাসী। ফেব্রুয়ারি মাসে সে বাড়িতে আসে। ঈদের দুই দিন পর তার দুবাই ফিরে যাওয়ার কথা।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান এবং ওয়ার্ড সদস্য ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মা ও বাচ্চাদের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেছি। ফ্যানের সঙ্গে রশি ঝুলন্ত দেখতে পেয়েছি। তবে ঘটনা কি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে নিশ্চিত নই। পুলিশের তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে প্রত্যাশা করি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত জানান ,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অনুসন্ধান চলছে। তদন্তে শেষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

শেয়ার করুন: