বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার কর্মীসভা

প্রেস বিজ্ঞপ্তি:
বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার কর্মীসভা ১০ মে, শুক্রবার বিকাল ৪ টায় বাসদ( মার্কসবাদী)  কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও বাসদ ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনোয়ার হোসেন রেজা, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও বাসদ ( মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড শফিউদ্দীন কবির আবিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার।
সভায় বক্তারা বলেন, সমাজ এক জায়গায় স্হির নয়। সমাজ পরিবর্তনশীল। বুর্জোয়া তথা পুঁজিবাদী সমাজ এ জায়গায় থাকবেনা। তাদেরও পতন হবে। গরীব মানুষকে বোঝাতে হবে এমন পরিস্হিতি। সরকার যে চরম পর্যায়ে ফ্যাসিবাদ এটা জনগণ বুঝে গেছে। এখন সরকারের প্রতি জনগণ পুরোদমে রুষ্ঠ। বিএনপি জোটও জনগণের আস্হা অর্জন করতে পারেনি। তাই জনগণ হতাশ। এ জায়গায় বামপন্হীদের বিকল্প হয়ে যেতে হবে। বামপন্থীদের আস্হার জায়গায় নিয়ে আসতে হবে।  তাই সব সময় সাধারণ শ্রমজীবী মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে।তাদের জনজীবনের সংকট নিয়ে আলোচনা করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ক্রয়সীমার মধ্যে দ্রব্যমূল্য নেই। জনগণের নাভিশ্বাস চরমে। জনগণ কোনভাবেই স্বস্তিতে নেই। তারা সর্বশান্ত নিচ থেকে উপর পর্যন্ত ব্যবসায়ী সিণ্ডিকেট দ্বারা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় আনতে হবে। নচেৎ সরকার উৎখাতের আন্দোলন অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: