বিএনপিতে কোন অপরাধীর জায়গা হবে না : সলিম উল্ল্যাহ সেলিম

হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যালয় মাঠে চরভৈরবী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বাদ আছর এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম।
তিনি ইফতারের পূর্বে তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ যেই অপরাধ করেছে, জায়গা জমিন, দোকান দখল করেছে। মামলা দিয়ে নির্যাতন করছে, দুর্নীতি করেছে। সুতরাং আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন যারা বিএনপি করবে তারা কোন দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এর মধ্যে জড়িত থাকতে পারবেনা। যদি কেউ এই অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাকে দল থেকে পরিষ্কার করা হবে। অথবা তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা হবে না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শেখ, আজিজুল হক বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ভুট্রু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক হারুনুর রশিদ গাজী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন জোটন, চরভৈরবী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মনির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রাঢ়ী, যুবদল নেতা মাহাবুব গাজী, নুরুল আমিন গাজীসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।

Loading

শেয়ার করুন: